বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

এক টুকরো ভালোবাসার গল্প


আমার নাম সাকিব
আমি যখন ঢাকা ইউনিভার্সিটির প্রথম বর্ষে একাউন্টিং এ ভর্তি হই,তখন আমি আমার ইন্টারমেডিয়েট এর অনেক বন্ধুদের ই ওইখানে পাই
একদিন আমার বন্ধু নীরব এর সাথে ক্যাম্পাসে দেখা হলোঅনেক দিন পর দেখা তখন নীরব আমার কাছে জানতে চাইলো আমি কিসে ভর্তি হয়েছি ? তখন আমি বললাম, একাউন্টিং এতখন নীরব বললো, তার এক কাজিন ও নাকি একাউন্টিং এ পড়েএরপর নীরব তার কাজিন অর্পার সাথে আমার দেখা করিয়ে দিলএরপর আমি আর অর্পা বন্ধুত্ব করলাম
তখন আমার অনেক বন্ধু ছিলকিন্তু অর্পাকে আমার কেমন যেন অন্যরকম লাগতোধীরে ধীরে আমি অর্পার অনেক ক্লোজ হয়ে যাইএভাবেই আমাদের বন্ধুত্ব চলতে থাকে
আমার অর্পাকে অনেক ভালোলাগতোএক সময় আমি মনে মনে অর্পাকে অনেক ভালোবেসে ফেলি
কিন্তু বলার সাহস হতো নাভয় পেতাম যদি আমাদের বন্ধুত্ব ভেঁঙে যায়
এমন করেই দেখতে দেখতে অনেক গুলো বছর পার হয়ে গেলো
যখন আমি অনার্স ৪র্থ বর্ষে পড়ি, তখন তাকে আমি আমার মনের কথা সাহস করে এক দিন বলে দেই
সে কিছুদিন চুপচাপ থাকে, পরে জানতে পারি সে ও আমাকে ভালোবাসে
এরপর প্রতিদিন ক্যাম্পাসে ওর সাথে দেখা হতো, কথা হতো

এমন করেই চলতে চলতে সামনে অনার্স ফাইনাল পরীক্ষা দিলামএরপর রেজাল্ট বের হলোকিছু দিন এর মধ্যে একটি ভালো চাকরি ও পেয়ে গেলাম
এক দিন সকালে দেখলাম অর্পার ফোনফোন রিসিভ করার পর জানতে পারলাম ওর বাবা ওর জন্য পাত্র দেখছেন

তখন আমরা দুজনেই আমাদের ভালোবাসার কথাটা আমাদের পরিবারকে জানাইকিন্তু আমাদের দুজনের পরিবার এর ই এই বিয়েতে সম্মতি ছিল না
কারন, অর্পা হিন্দু আর আমি মুসলমান

তখন আমি অর্পাকে পালিয়ে বিয়ে করার কথা বললে অর্পা বলে, আমাদের মা-বাবার কথা অমান্য করে আমরা কোন দিনই সুখি হতে পারবো না

এর কিছু দিন পরেই অর্পার বিয়ে হয়ে যায়


এখন ও প্রতিদিন অর্পার কথা মনে পরে
খুব জানতে ইচ্ছে করে, আমার জানটা ভালো আছে তো ?

লেখকঃ জোহেব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন