সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

তোমার ওই মুখের হাসি




তোমার ওই মুখের হাঁসি
কবিঃ জোহেব
--------------------------------------

তোমার ওই মুখের হাসি,
আমি দেখতে ভালোবাসি।
তোমার ওই চোখের চাওয়া,
আমার মনে দেয় যে দোলা।
জীবনের এই পথে,
চলতে চাই তোমার সাথে।
চলবে কী তুমি এ পথ,
আমারি সাথে?

কখনো যদি হারাই পথ,
খুঁজে দিয়ো তুমি আমায় পথ।
কখনো যদি হারাই আঁধারে,
তুমি খুঁজে দিয়ো আলো আমারে।
এ ভাবে জীবনের পথে,
চলতে চাই তোমার সাথে।
চলবে কী তুমি এ পথ,
আমারি সাথে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন