আজ তোমার কথা খুব মনে পড়ছে। তাই তো আজ লিখতে বসলাম। আজ
সে দিনের কথা মনে পড়ছে যে দিন তোমার সাথে আমার ফেসবুকে প্রথম কথা হয়।
তখন আমি ফেসবুকে নতুন ছিলাম। তাই, বন্ধু বাড়ানোর জন্য অনেক কেই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। এর মধ্যে তুমি ছিলে এক জন। তুমি আমার ফ্রেন্ড
রিকোয়েস্টটা গ্রহণ করে ছিলে।
তোমার প্রথম মেসেজটা ছিলোঃ" হেলো কেউ কি আছেন?"।
তোমার প্রথম মেসেজটা ছিলোঃ" হেলো কেউ কি আছেন?"।
এরপর থেকে আমি যখন ই ফেসবুকে আসতাম তোমার সাথে কথা বলতাম। আস্তে আস্তে
আমরা
খুব ভালো বন্ধু হয়ে উঠলাম।প্রতিদিন
ই তোমার সাথে কথা বলতাম।
মাঝে মাঝে যখন মন খারাপ থাকতো তখন তোমাকে বলতাম। তখন তুমি কি ভাবে যেনো আমার মনটা ভালো করে দিতে। আর যখনই আমি কোন সমস্যায় পরতাম তখন একটা ভালো পরামর্শ দিতে, যাতে করে আমি যে কোন সমস্যার সমাধান করতে পারতাম।
মাঝে মাঝে যখন মন খারাপ থাকতো তখন তোমাকে বলতাম। তখন তুমি কি ভাবে যেনো আমার মনটা ভালো করে দিতে। আর যখনই আমি কোন সমস্যায় পরতাম তখন একটা ভালো পরামর্শ দিতে, যাতে করে আমি যে কোন সমস্যার সমাধান করতে পারতাম।
আমি পড়া-লেখায় তোমার থেকে কিছুটা খারাপ ছাত্র ছিলাম। তাই, যখনই আমি পরীক্ষায় কম নম্বর পেতাম তখন মন খারাপ থাকতো। তখন তুমি আমাকে মনোবল দিতে। বলতেঃ
"সামনের পরীক্ষায় তুমি আরো ভালো করবে"।
ধীরে ধীরে আমাদের বন্ধুত্বটা আরো গভীর হতে থাকে। তোমার সাথে যখনই কথা বলতাম তখন আমার মনে
কেমন যেনো একটা অন্য রকম অনুভুতি হতো।
কিন্তু এই অনুভুতিটা কী তা আমি প্রথমে বুঝতে পারিনি।
পরে বুঝতে পারলাম এটা ভালোবাসা।
তখন আমি আমার মনের কথাটা বলার সাহস পাই নি। কারন, তুমি ছিলে
আমার থেকে এক বছর এর বড়।
তাছাড়া, আমি ভয় পেতাম যদি আমাদের বন্ধুত্বটা
নষ্ট হয়ে যায়। তাই তোমাকে
বলিনি।
তোমার ফেসবুকে আইডির নাম ছিলঃ "মনের মোনালী"। সত্যিই তুমি আমার মনের বিশাল একটা অংশ
জুড়ে ছিলে।
একদিন জানতে পারলাম তোমার বাসার গ্যাস লাইন থেকে গ্যাস বের হচ্ছে। তখন আমি নামাজে
আল্লাহকে বলেছিলামঃ আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুরক্ষিত রেখ। তার
যেনো কোন ক্ষতি না হয়। এর কিছুক্ষন
পর জানতে পারলাম তোমার বাসার গ্যাস লাইন
ঠিক হয়ে গিয়েছে এবং তুমি ও ঠিক আছো। কথাটা
শুনে কিছুটা স্বস্থির নিঃশ্বাস
ফেললাম।
এর কয়েক মাস পর শুরু হলো তোমার এসএসসি পরীক্ষা। এরপর পরীক্ষার ফলাফল
ও বের হলো। তুমি ও ভালো
ফলাফল করে "কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ" এ ভর্তি
হলে।
কিন্তু তখন মনে হয় আমাদের বন্ধুত্বে ফাটল ধরে ছিল। তখন তুমি আমার সাথে কথা বলতে না,
মেসেজ
এর উত্তর দিতে না।
তখন আমিই হয়ে পরলাম তোমার এক মাত্র বিরক্তির কারন।
এক সময় তুমি আমাকে ফেসবুকে অফলাইন করে দিলে। তখন আমি খুব কষ্ট পেয়ে ছিলাম।
তখন আমিই হয়ে পরলাম তোমার এক মাত্র বিরক্তির কারন।
এক সময় তুমি আমাকে ফেসবুকে অফলাইন করে দিলে। তখন আমি খুব কষ্ট পেয়ে ছিলাম।
পরে একদিন দেখতে পেলাম তুমি তোমার আইডি Deactive করে
দিয়েছো।
এরপর এক বছর আমি তোমার আইডিটা খুঁজেছি।
এই এক বছর প্রতি রাতে আমার বালিশ ভিজতো চোখের পানিতে।
এরপর একদিন দেখলাম তুমি তোমার আইডি আবার Active করেছো।
এই এক বছরে হয়তো তুমি অনেক বদলে গেছো। হয়তো আমার থেকে অনেক ভালো কাউকে পেয়ে গেছো। হয়তো আমাকে ভুলে গিয়েছো।
কিন্তু আমি তোমাকে এক মুহুর্তের জন্য ও ভুলিনি।
কারন, আমি যে তোমাকে ভালোবাসি।
আমি তোমাকে কখনো দেখিনি। তবু ও তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি। এখনো তোমাকে অনেক ভালোবাসি।
আমি তোমাকে কখনো দেখিনি। তবু ও তোমাকে অন্ধের মতো ভালোবেসেছি। এখনো তোমাকে অনেক ভালোবাসি।
তোমার ভালোবাসা পাওয়ার কোন যোগ্যতাই আমার নেই। আমি জানি, আমি তোমার
তুলনায় অনেক তুচ্ছ। তুমি আমাকে
কোন দিন ভালোবাসবে না তাও জানি।
তুমি আমাকে ভালো না বাসলে ও আমি তোমাকে সারা জীবন ভালোবেসে
যাবো।
আজ আমি তোমার
জীবন থেকে অনেক দূরে চলে গেলাম। আর
কোন দিন তোমাকে বিরক্ত করবো না। ভালো
থেকো।
Writter: জোহেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন