তোমায় ভালোবেসেছিলাম
-----------------------------------------
কবিঃ জোহেব
-------------------------------------------------------------------------------------------------------------------------
তোমায় ভালোবেসেছিলাম,
এই কি মোর অপরাধ?
আমার এ হৃদয় তোমাকে দিয়েছিলাম,
এই কি মোর অপরাধ?
এই জগতে যারা ভালোবাসে,
মন থেকে।
ভালোবাসাতো চলে যায়,
তাদের জীবন থেকে।
প্রতারিত হয়,
তারাই বার বার।
তোমায় ভালোবাসা কি,
ছিলো মোর অপরাধ?
এ জগতে যারে ভাবি আপন,
সেই তো বারবার পর হয়ে যায়।
সচ্ছ মনে ভালোবাসিলে,
কেউ কি কখনো ভালোবাসা পায়।
আমার জীবন তোমারে সপে ছিলাম,
এই কি ছিলো মোর অপরাধ?
কবিতা গুলো যে সব তোমায় নিয়ে লিখা,
ছবি গুলো যে সব তোমায় নিয়ে আঁকা।
মুছতে চাইলেও কি,
মুছতে পারি আর?
তোমায় ভালোবাসা ই কি,
মোর অপরাধ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন