আজ সকাল থেকে আকাশটা কেমন যেনো
মেঘলা দেখা যাচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে।
জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে চলছে মেঘের আনাগোনা। এ আবস্থায় কোন কাজেই মন বাসছে না।
তাই, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম।
মনে পড়ে গেলো কিছু পুরোনো স্মৃতি। যে স্মৃতি গুলো আমার জীবনের সব চেয়ে মূল্যবান স্মৃতি।
আজ তোমার কথা খুব মনে পড়ছে। কতো দিন ধরে তোমায় দেখি না। তুমি কেমন আছো? কোথায় আছো তাও জানি না।
তবে এখন সেই মূহুর্তটির কথা মনে পড়ছে, যখন তুমি আর আমি এক সাথে বৃষ্টিতে ভিজেছিলাম।
হয়তো আমি তখন বুঝতে পারি নি, যে এটাই আমাদের এক সাথে শেষ বৃষ্টিতে ভিজা। বুঝলে হয়তো তোমাকে সে দিন যেতে দিতাম না।
এরপর তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে। বাস্তবতা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলো।
কেটে গেলো দীর্ঘ চারটি বছর। জীবনের যান্ত্রিকতার সাথে পাল্লা দিতে গিয়ে আমি আজ ক্লান্ত।
আজ তুমি কোথায় আছো জানি না। তবে ইচ্ছে করছে তোমার সাথে আবার বৃষ্টিতে ভিজতে। তবে তা হয়তো আর সম্ভব নয়।
লেখকঃ জোহেব।
জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেই দেখি আকাশে চলছে মেঘের আনাগোনা। এ আবস্থায় কোন কাজেই মন বাসছে না।
তাই, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম।
মনে পড়ে গেলো কিছু পুরোনো স্মৃতি। যে স্মৃতি গুলো আমার জীবনের সব চেয়ে মূল্যবান স্মৃতি।
আজ তোমার কথা খুব মনে পড়ছে। কতো দিন ধরে তোমায় দেখি না। তুমি কেমন আছো? কোথায় আছো তাও জানি না।
তবে এখন সেই মূহুর্তটির কথা মনে পড়ছে, যখন তুমি আর আমি এক সাথে বৃষ্টিতে ভিজেছিলাম।
হয়তো আমি তখন বুঝতে পারি নি, যে এটাই আমাদের এক সাথে শেষ বৃষ্টিতে ভিজা। বুঝলে হয়তো তোমাকে সে দিন যেতে দিতাম না।
এরপর তুমি আমার কাছ থেকে হারিয়ে গেলে। বাস্তবতা তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলো।
কেটে গেলো দীর্ঘ চারটি বছর। জীবনের যান্ত্রিকতার সাথে পাল্লা দিতে গিয়ে আমি আজ ক্লান্ত।
আজ তুমি কোথায় আছো জানি না। তবে ইচ্ছে করছে তোমার সাথে আবার বৃষ্টিতে ভিজতে। তবে তা হয়তো আর সম্ভব নয়।
লেখকঃ জোহেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন