স্মৃতি
কবিঃ জোহেব
---------------------------
কিছু কিছু স্মৃতি থাকে,
যা কখনো মন থেকে মোছা যায় না।
কিছু কিছু মানুষ থাকে,
যাদের কখনো ভুলা যায় না।
কিছু কিছু সময় থাকে,
যা কখনো ফিরে পাওয়া যায় না।
এমনই ভাবে কিছু স্মৃতি,
সারা জীবন এ ও মোছা যায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন