সোমবার, ৯ জুন, ২০১৪

হারিয়েছি তোমায়


                                                      হারিয়েছি তোমায়
                                                          কবিঃ জোহেব
                                                   -------------------------------

আজ বহুদিন পর তোমায়,
দেখিলাম স্বপনে।
বহু কাল ধরে রেখেছি তোমায়,
হৃদয়ে আপনে।

হারিয়ে ফেলার পরেও তোমায়,
খুঁজেছি যে বারবার।
জানি হারানোর পরে তোমায়,
খুঁজে পাবো নাকো আর।

আজো আমি তোমায়,
খুঁজে চলেছি,
প্রতিটি মানুষের মাঝে।
না পেলেও তোমায়,
রাখিব চিরকাল,
আমার হৃদয়ের মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন