কলেজের পেছনের পুকুর পাড়ে বসে আছে অভ্র। আকাশের দিকে
তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হাতে কলম আর ডায়েরী। মনে হয় কিছু লেখার চেষ্টা করছে।
একটু পর সে উঠে দাঁড়ালো। আকাশ মেঘলা। ঠান্ডা বাতাস বইছে।
এতক্ষন বৃষ্টি ছিলো না। এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। একটু পর হয়তো বৃষ্টির তোড়
বেড়ে যাবে।
সবুজ গাছের পাতার উপর বৃষ্টি পড়ছে।গাছের পাতা গুলো
দুলছে। অভ্র সে দৃশ্য দেখছে অবাক চোখে। হঠাৎ, তার মনে কিছু লাইন ভেসে উঠলো। আর সে
লাইন গুলো স্থান পেলো তার ডায়েরীতে। এরপর সে হাঁটা শুরু করলো।
পেছন থেকে হঠাৎ মিলির গলা শোনা গেলো। মিলি তাকে ডাকছে।
সে ফিরে তাকালো।
মিলি জিজ্ঞেস করলোঃ“কেমন আছো?”
অভ্রঃ“ভালো।”
মিলিঃ“ এতো দিন কলেজে এলে না যে?”
অভ্রঃ“জ্বর ছিলো।”
মিলিঃ“আমি বলেছিলাম না বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে।
দেখলে তো?”
অভ্র কিছু বললো না। চুপচাপ হাঁটছে। তার সাথে মিলিও
হাঁটছে।
মিলিঃ“তা কোথায় যাচ্ছো?”
অভ্রঃ“কোথাও না।”
মিলি কিছুটা বিস্মিত হলো। তবে বিস্ময়ের ভাব তা চোখে মুখে
নেই।
মিলিঃ“কোথাও না। মানে?”
অভ্রঃ“মানে কিছু না। এমনিই হাঁটছি।”
মিলিঃ“আচ্ছা, তুমি এভাবে হেঁটে কি আনন্দ পাও?”
অভ্রঃ“উদ্দেশ্যহীন ভাবে পথ চলার মাঝে আলাদা এক আনন্দ
আছে। তখন কোন কাজের তাড়া থাকে না, থাকে না কোন চিন্তা। শুধু থাকে সীমাহীন পথ,
উপরের বিশাল আকাশ আর আমি।”
অভ্র ও মিলি হাঁটছে। চারদিক স্তব্ধ। আকাশে মেঘ জমেছে।
যার কারনে চারদিকে অন্ধকার বিরাজ করছে। কিছুক্ষনের মধ্যেই বৃষ্টি নামবে। বাতাস
বইছে।
নিঃস্তব্ধ প্রকৃতির মাঝে দু’জন নিঃস্তব্ধ মানুষ হেঁটে
যাচ্ছে।
To be continued..................
লেখকঃ জোহেব।
[বিঃদ্রঃ উপন্যাসের পরের অংশটি কাল এই ব্লগে প্রকাশিত হবে]
লেখকঃ জোহেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন