শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪

সেদিন খুঁজবে আমায়






সে দিন খুঁজবে আমায়
কবিঃ জোহেব

সেদিন তুমি খুঁজবে আমায়,
বসন্তের ফুলে।
সেদিন তুমি খুঁজবে আমায়,
কোন এক বর্ষা সকালে।
সেদিন তুমি খুঁজবে আমায়,
কোন এক বৃষ্টি বিলাসী বিকেলে।
সেদিন তুমি খুঁজবে আমায়,
শরতের কাশ ফুলে।
কখনো বা খুঁজবে আমায়,
কোন এক জোছনা রাতে।

সেদিন তুমি কোথাও আমায়,
পাবে নাকো খুঁজে।
যদি কখনো কাঁদে মন,
খুঁজে নিয়ো আমার,
আকাশের নক্ষত্রদের মাঝে।
সেদিন কাঁদবে তুমি,
তোমার চোখ হতে গড়াবে অশ্রু।
আবারো বেজে উঠবে আমার সেই,
বেহালার করুণ সুর।
কাঁদবে তুমি ব্যাকুল হয়ে,
গড়িয়ে পড়বে অশ্রু,
তোমার কপোল বেয়ে।

তবে আফসোস-
তখন তোমার অশ্রু,
পারবো না মুছতে আমি।
ততদিনে অন্য কোন জগত,
দিচ্ছে আমায় হাতছানি।
যে জগত হতে,
আজো কেউ ফিরতে পারে নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন