ইতিহাসের পাতায় এক ফোঁটা অশ্রু
-----------------------------------------------------------------------------
বাদশাহ আকবর বসে আছেন আসনে। বছরের প্রথম দিন। রাজ্য জুড়ে বয়ে চলেছে আনন্দের বন্যা। সরাবের নেশায় প্রাসাদের সবাই মোহগ্রস্থ।
জলসা ঘরে হঠাৎ করে ধোঁয়া। শোনা যাচ্ছে নুপুরের ধ্বনি। যা ধীরে ধীরে এগিয়ে আসছে। ধোঁয়া যতই কমছে ততই সকলের সামনে সব দৃশ্যমান হচ্ছে। কেউ এক জন দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে। হঠাৎ তার মুখ থেকে গানের সুর শোনা গেলো।
বড়ই মধুর সুর। সকলে তাকিয়ে আছে সামনে আর মুগ্ধ হয়ে শুনছে সেই গানের সুর যা হৃদয় কেড়ে নেয়।
আনার কলির মাথা থেকে ঘোমটা উঠে গেলো। শুরু হল নাচের ধুন।
আনার কলির ঘোমটা গিয়ে পড়লো শাহজাদা সেলিমের কাছে। শাহজাদা মুগ্ধ দৃষ্টিতে দেখছে আনার কলিকে। এ যেনো কোন সর্গের অপ্সরী। যার সুরেলা কন্ঠ আর মোহনীয় সৌন্দর্য কেড়ে নিলো শাহজাদার হৃদয়। যার সৌন্দর্য দেখলে শুধু মন চায় চেয়ে থাকতে। যাকে চাঁদের উপমা দিলেও কম হয়।
সেদিন শাহজাদা সেলিমের পলক নড়লো না। সে যে মোহগ্রস্থ হয়ে পড়েছে।
শাহজাদা মনে মনে আনারকলি কে জীবন সঙ্গী হিসেবে পেতে চাইলো। তবে আনারকলির হেরেমে শুধু সম্রাট আকবর ঢুকতে পারতেন। সেখানে অন্য কারো ঢুকা ছিলো নিষেধ।
তবে শাহজাদাকে যে আনারকলির সাথে দেখা করতেই হবে। তাই, সেলিম হেরেমের পাহাড়াদারদের ঘুষ দিয়ে আনারকলির সঙ্গে দেখা করলো।
আনারকলির ও শাহজাদাকে ভালো লাগলো। তবে তাদের দুজনকে যে কেউ মেনে নেবে না যেনেও তারা লুকিয়ে প্রেম করতে লাগলো।
তখন আনারকলির বয়স ৪০ এর কাছাকাছি। আর সেলিমের বয়স তখন ৩০।
তবুও তাদের ভালোবাসার মাঝে বয়স কোন দিন বাঁধা হয়ে দাঁড়ায় নি।
অন্যদিকে, সম্রাট আকবর শাহজাদা সেলিমের ঘনঘন হেরেমে যাওয়া দেখে সব বুঝতে পেরেছিলেন।
এক দিন সেলিম হেরেমের পাহাড়াদারকে দিয়ে চিঠির মাধ্যমে আনারকলিকে রাতে নদীর পাশের মন্দিরের কাছে ডাকল। আনারকলিও লুকিয়ে শাহজাদার সঙ্গে দেখা করতে গেলো সেখানে।
তবে সম্রাট আকবর সবই টের পেয়েছিলেন। সেদিন সেলিম ও আনারকলিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি।
শাহজাদার সঙ্গে প্রেমের অপরাধে সেদিন আকবর আনারকলিকে হত্যা করলেন সেলিমের চোখের সামনে।
বহুদিন কেটে গেলো। তবে সেলিম তার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে নি।তাই, সে লাহোরে তার ভালোবাসার মানুষটির স্মরণে তৈরি করলো স্মৃতি সৌধ।
স্মৃতিসৌধের এক দিকে লেখা আছে আল্লাহর ৯৯টি নাম।
অন্যদিকে লেখা আছে দু'লাইন ফরাসি কবিতাঃ
"তা কিয়ামাত শুকর গুইয়াম কারদিগারি কিশ রা
আহ, গার মান বাজ বিনাম রু ইয়ার-ই-খুশ রা।"
যার বঙ্গানুবাদ হয়ঃ
" একবার, আর একবার দেখতে পাই প্রিয়তমার মুখ যদি
ঈশ্বর তোমার নাম ডেকে যাবে হৃদয় কেয়ামত অবধি।"
লেখকঃ জোহেব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন